স্নাতক প্রশিক্ষণ কর্মসূচি

আই এন ও গবেষণাগারে উচ্চশক্তি পদার্থবিদ্যা সম্পর্কিত বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালানোর জন্য বহু সুশিক্ষিত এবং দক্ষ পদার্থবিদ ও প্রকৌশলী প্রয়োজন| এই বিপুল মানবসম্পদের যোগান দিতে ২০০৮ সালের অগস্ট মাসে পরীক্ষামূলক উচ্চশক্তি পদার্থবিদ্যা ভিত্তিক স্নাতক প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে| এর আবেদন পদ্ধতি ও লিখিত পরীক্ষা টাটা ইন্সটিট্যুট অফ ফান্ডামেন্টাল রিসার্চের স্নাতক কর্মসূচির সাথে সংযুক্ত| বিশদ তথ্যের জন্য আমাদের যোগাযোগ করুন| নির্বাচিত প্রার্থীদের হোমি ভাবা ন্যাশনাল ইন্সটিট্যুটে Ph.D. গবেষক হিসেবে নথিভুক্ত করা হয় এবং টাটা ইন্সটিট্যুট অফ ফান্ডামেন্টাল রিসার্চে এক বছরের পাঠ্যক্রমের মধ্য দিয়ে তাত্ত্বিক ও পরীক্ষামূলক উচ্চশক্তি পদার্থবিদ্যায় প্রশিক্ষিত করা হয়| এই পাঠ্যক্রমটির মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের সুদক্ষ পরীক্ষামূলক পদার্থবিদরূপে গড়ে তোলা| পাঠ্যক্রমে সফলভাবে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে Ph.D.উপদেষ্টার অধীনে গবেষণায় যোগদান করে|

যোগ্যতা :
আই এন ও স্নাতক প্রশিক্ষণ কর্মসূচিতে যোগদান করতে হলে প্রার্থীর পদার্থবিদ্যায় M.Sc. অথবা ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ও কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং বা ইনস্ট্রুমেন্টাসন ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর যে কোনো একটি শাখায় B.E./B.Tech ডিগ্রী ও পদার্থবিদ্যা গবেষণায় আগ্রহ থাকা আবশ্যক| প্রার্থীদের স্বীয় যোগ্যতা নির্ধারক পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পাওয়া জরুরি|


সকল নির্বাচিত প্রার্থীদের বাসস্থান প্রদান করা হবে এবং মাসিক ১৮,০০০/- বৃত্তি ও বাৎসরিক ২০,০০০/- অনুদান দেওয়া হবে|

আপনি যদি স্নাতকোত্তর পাঠ্যক্রম সম্পূর্ণ না করে থাকেন, যেকোনো স্বল্পমেয়াদী প্রকল্পে কাজ করতে আগ্রহী হলে যোগাযোগ করুন| আমাদের সাথে যোগদান করার প্রক্রিয়া সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য আমরা সানন্দে আপনাকে জানাব|

যোগযোগ করুন:
Prof.Naba Mondal, (nkm@tifr.res.in)
Spokesperson, India-based Neutrino Observatory,
Dept. High Energy Physics,
Tata Institute of Fundamental Research,
Homi Bhabha Road, Mumbai 400005, INDIA